Wellcome to National Portal
Main Comtent Skiped

ATI Cumilla
পটভূমিঃ
 
১৯৭১ সন। ১,৪৭,৫৭০ বর্গ-কিলোমিটারের স্বাধীন বাংলাদেশ। এখানে ৭,৫০,০০,০০০ বাঙ্গালীর বাস। প্রতিবৎসর ১% হারে কৃষি জমি কমছে। বিপরীতে জন সংখ্যা বাড়ছে প্রায় ১.৪৭% হারে। কালের পরিক্রমায় ক্রমহ্রাসমান কৃষি জমি থেকে ক্রম বর্ধিষ্ণু বাঙ্গালীর খাদ্যের যোগান দেয়ার শুরুর দায়িত্ব অর্পিত হল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপর। 
 
বিজ্ঞানীরা নতুন নতুন উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছেন। উদ্ভাবন করেছেন নবতর কৃষি প্রযুক্তি। বিজ্ঞানীদের ফলন মাত্রার সাথে কৃষক পর্যায়ের ফলন মাত্রার ব্যাপক পার্থক্যের কারণ হিসেবে চিহ্নিত হল কৃষকদের কারিগরি জ্ঞানের অভাব। কৃষকদের এই কারিগরি জ্ঞানের অভাব দূর করতে তথা একটি কৃষি শিক্ষায় শিক্ষিত জন গোষ্ঠী তৈরীর লক্ষ্যে সারা দেশের ন্যায় কুমিল্লার হোমনা উপজেলায় ২০০৬ সালে স্থাপিত হয় একটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। ২০১৪ সালে রিভিজিট পাশ হবার পর এ প্রতিষ্ঠানটি রাজস্ব খাতে স্থানান্তরিত হয়। 
 
 
অবস্থান ও আয়তন
 
কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট হোমনা উপজেলা হতে প্রায় ৫ কিলোমিটার দক্ষিণে গৌরীপুর-হোমনা রোডের পাশে এক মনোরম পরিবেশে ১১.২৫ একর জায়গা জুড়ে অবস্থিত। 
 
শিক্ষা কার্যক্রম
 
 ২ জন মুখ্য প্রশিক্ষক, ৪ জন প্রশিক্ষক ও ২ জন উপ-সহকারী প্রশিক্ষক অত্র ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।